ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৩ ফাল্গুন ১৪৩১ | ১৫ শা‘বান ১৪৪৬

পর্যটন খাতের প্রসারে কাজ করছে আকাশবাড়ি হলিডেজ

পর্যটন খাতের প্রসারে কাজ করছে আকাশবাড়ি হলিডেজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্যতম শীর্ষ টুর অপারেটর আকাশবাড়ি হলিডেজ। এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তৌহিদুল আলম মিলকি। তিনি জানালেন, এই প্রতিষ্ঠান মানুষের ভ্রমণকে নিশ্চিত করে, ভ্রমণের যে সকল আনুষঙ্গিক ব্যাপার রয়েছে সেগুলোকে নিশ্চিত করে। সাধারণত যারা বিদেশে ঘুরতে চায় বা দেশের ভেতরে যারা ঘুরতে চায়, তাদের সমস্ত কিছু ম্যানেজ করে।

তিনি বলেন, এছাড়াও যারা বিদেশে পড়তে চায়, তাদেরকে আমরা স্টুডেন্ট কন্সালটেশন করি, তাদের ফাইল প্রসেস করি, তাদের খুঁটিনাটি যাবতীয় কাজ প্রসেস করি। আমাদের প্রতিষ্ঠান কথায় ও কাজে এক, কোয়ালিটি ও মানের ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আমরা স্বল্পমূল্যে সারা পৃথিবীতে ট্যুর অপারেট করি, আপনি শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন আর পেমেন্ট করবেন, বাকী সকল আয়োজন নিরাপদ ও আনন্দদায়ক করার দ্বায়িত্ব আমাদের।

তিনে বলেন, আমাদের আছে দুবাই সর্বনিম্ন ৭৯ হাজার ৯০০ টাকা, ইন্ডিয়া সর্বনিম্ন ১৫ হাজার ৯০০ টাকা, নেপাল সর্বনিম্ন ৩৭ হাজার ৯০০ টাকা,  শ্রীলঙ্কা সর্বনিম্ন ৪৯ হাজার ৯০০ টাকা, ব্যাংকক সর্বনিম্ন ৪৩ হাজার ৯০০ টাকা,  মালয়েশিয়া সর্বনিম্ন ৫৫ হাজার ৯০০ টাকা, সিঙ্গাপুর সর্বনিম্ন ৬৯ হাজার ৯০০ টাকা,  ইন্দোনেশিয়া সর্বনিম্ন ৭৫ হাজার ৯০০ টাকা, ওমরাহ সর্বনিম্ন ১ লাখ ২৪ হাজার ৯০০ টাকা, ইউরোপ সর্বনিম্ন ১ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা, আমেরিকা সর্বনিম্ন ২ লাখ ৭৯ হাজার ৯০০ টাকার প্যাকেজ আমাদের বর্তমানে ১০০টি প্যাকেজ চলমান আছে।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, আস্থার জায়গাটা আমাদের এখনও আছে। পর্যটন শিল্পটাকে কিভাবে বিকশিত করা যায়, তা  নিয়ে ভবিষ্যত পরিকল্পনা অনেক কিছু আমাদের। আমাদের হোটেল-রিসোর্টস আসছে। আমরা চেইন অফ হোটেল করবো বাংলাদেশে। এমনকি আরও বেশি মানুষকে আমরা বিদেশ নেয়ার ব্যবস্থা করবো। বিদেশে যত মানুষ যাবে, বাংলাদেশের মানুষকে চিনবে, বাংলাদেশকে চিনবে। বিশাল একটা ব্রান্ডিং হওয়ার জায়গা করব, তারপরও আমরা চাই মানুষ বাংলাদেশে আসুক বিকজ আমাদেরও পর্যটন আনতে হবে। ফরেন রেমিট্যান্স আমাদের আনতে হবে, সেই ব্যাপারেও আমরা কাজ করছি। 

আকাশবাড়ি’র সাথে যোগাযোগের ঠিকানা: লেভেল ৫,হাউস ৫২, রোড ১৩/সি, ব্লক ই, বনানী, ঢাকা। ফোন: ০১৭০১২৯৪৪৭৮।