ছবি: সংগৃহীত
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ফরহাদ হোসেন পাভেলের নিখোঁজের তিন দিন পর অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে । বুধবার সন্ধ্যায় তাঁর খোঁজ মেলে।
ডা. ফরহাদ হোসেন পাভেল ১৩নভেম্বর তারিখ থেকে নিখোঁজ ছিলেন। তিনি যশোর জেলার বাসিন্দা ও দিনাজপুর মেডিকেল কলেজে পড়াশোনা করেন।
জানা গেছে, গত ১৩ইনভেম্বর তার ইমারজেন্সিতে ডিউটি থাকলেও তিনি ডিউটি অন্যের সঙ্গে সমন্বয় করেছিলেন। ১৪ নভেম্বর তার ডিউটি না থাকাতে বিষয়টি কারও নজরে আসেনি। বুধবার ১৫ নভেম্বর তিনি কর্মস্থলে না আসায় বিষয়টি সকলের দৃষ্টিগোচর হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ইমার্জেন্সি মেডিকেল অফিসারের রুমে তার ব্যবহৃত মোবাইল ফোনটি পান। তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে পরিবার থেকেও জানানো হয়, তাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। পরিবার এবং মেহেরপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি মেহেরপুর জেলা পুলিশকে জানায়।
মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, উনি কর্মস্থলে অনুপস্থিত। মৌখিক অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে বিষয়টি সম্পর্কে বলা যাবে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুর সাত্তার বলেন, ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ফরহাদ হোসেন পাভেলের মিসিংয়ের বিষয়টি অবগত হওয়ার পর তৎক্ষনিক আমরা তার পরিবারসহ পুলিশ সুপার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করি। নেত্রকোনার মোহনগঞ্জে অচেতন অবস্থায় তার সন্ধান পাওয়া গেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানকার চিকিৎসকরা মনে করছেন, তাকে নেশা জাতীয় কোনো দ্রব্য খাওয়ানো হয়েছে। ফরহাদ হোসেন এখনো অচেতন থাকায় কিভাবে তিনি ওখানে গেলেন বা তার সাথে কি হয়েছিল, এ নিয়ে তার কোনো বক্তব্য নেয়া এখনো সম্ভব হয়নি।