ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ | ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | ৭ জমাদিউস সানি ১৪৪৬

শ্রীপুরে স্কুলের শ্রেণিকক্ষে আগুন

শ্রীপুরে স্কুলের শ্রেণিকক্ষে আগুন

ছবি: গ্লোবাল টিভি

আব্দুর রউফ রুবেল, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে বিদ্যালয়টির একটি শ্রেণিকক্ষের বেঞ্চ, বৈদ্যুতিক পাখা ও জানালা। 

ঘটনার পর শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শনিবার (১৮ নভেম্বর)  দিবাগত রাতে উপজেলার বরমি ইউনিয়নের গিলাশ্বর গ্রামের ১৩২নং গিলাশ্বর মরহুম আঃ জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই আগুন দেয়ার ঘটনা ঘটে। 

সরেজমিন গিয়ে দেখা যায়, প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে শ্রেণিকক্ষের ভেতর আগুনে ৫টি বড় বেঞ্চ ৫টি ছোট বেঞ্চ, ১টি জানালা, ১টি বৈদ্যুতিক পাখাসহ ঢেউটিন পুড়ে গেছে।

গিলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল করিম বলেন, কে বা কারা আগুন দিয়েছে, এ বিষয়ে আমি বলতে পারবো না। 

শ্রীপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, আগুনে বিদ্যালয়ের কমপক্ষে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখবে আইনশৃঙ্খলা বাহিনী।