ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৪ মাঘ ১৪৩১ | ১৭ রজব ১৪৪৬

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

ছবি: গ্লোবাল টিভি

মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী: নরসিংদী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩-২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার এ নির্বাচনে ক্লাবের ৫২ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ভোটের ভিত্তিতে নরসিংদী প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে দৈনিক সমকাল পত্রিকার নরসিংদী প্রতিনিধি মো. নুরুল ইসলাম ও একাত্তর টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি মো. মোবারক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহসভাপতি যথাক্রমে দৈনিক ভোরের কাগজ পত্রিকার বাদল কুমার সাহা, দৈনিক ভোরের আওয়াজের মো. মশিউর রহমান সেলিম, সহসাধারণ সম্পাদক নাগরিক টেলিভিশনের মো. আকরাম হোসেন, কোষাধ্যক্ষ দৈনিক আমার বার্তা পত্রিকার মো. জাকির হোসেন ভূঁঞা, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক শেয়ার বিজ পত্রিকার প্রীতি রঞ্জন সাহা, দপ্তর সম্পাদক ডিবিসি টেলিভিশনের তোফায়েল আহমেদ স্বপন।

 কার্যনির্বাহী সদস্য কাজী আনোয়ার কামাল, মো. বদরুল আমীন চৌধুরী ও মোহাম্মদ শফিকুল ইসলাম।