ঢাকা, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ | ১৯ আশ্বিন ১৪৩১ | ০ রবিউস সানি ১৪৪৬

জেল থেক বেরিয়েই পরীক্ষার টেবিলে খাদিজা

জেল থেক বেরিয়েই পরীক্ষার টেবিলে খাদিজা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: ৪৫০ দিন পর কারাভোগ শেষে মুক্তি পাওয়ার ২ ঘণ্টা পরই পরীক্ষায় অংশ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা।

সোমবার সকাল ১০টায় পরীক্ষার সময়সূচি থাকলেও বেলা ১১টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নেন তিনি।

এর আগে সোমবার সকাল ৯টায় গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় জামিনে মুক্তি পান খাদিজা। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজার বিরুদ্ধে ২০২০ সালের ১১ ও ১৯ অক্টোবর কলাবাগান ও নিউমার্কেট থানা পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। অভিযোগপত্র দেয়ার পর ২০২২ সালের ২৭ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। দুই সেমিস্টারের পরীক্ষা দিতে পারেননি খাদিজা। গত ১৬ ফেব্রুয়ারি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে দুই মামলায় হাইকোর্ট তার স্থায়ী জামিন মঞ্জুর করেন, কিন্তু আপলি বিভাগ তা স্থগিত করেছিলেন।