ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ | ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | ৭ জমাদিউস সানি ১৪৪৬

হরতালে পথশিশুদের আনন্দময় একটি দিন

হরতালে পথশিশুদের আনন্দময় একটি দিন

ছবি: গ্লোবাল টিভি

সাইফুর রহমান রাসেল,নোয়াখালী: জাতীয় শিশু সপ্তাহ উপলক্ষে ‘হাসতে শিখুক পথশিশু’ প্রতিপাদ্যে ফুটপাতে, রাস্তার ধারে, রেলওয়ে স্টেশনে বসবাসকারী ভাসমান ১৫০ জন শিশুকে বিরিয়ানি, গরুর মাংস ও সুপেয় পানি পান করালেন নোয়াখালীর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘নোয়াখালী সাইবার ওয়ারিওর্স।’

আজ সোমবার দুপুরে ভাসমান শিশুদের একবেলা খাবার খাওয়ানো শেষে ৪টি কেক কেটে শিশুদের মাঝে বিতরণ করেন সংগঠনের স্বেচ্ছাস্বেবীরা। 
এসময় সংগঠনের স্বেচ্ছাসেবীদের সাথে নাচে,গানে বিভিন্ন খেলায় মেতে ওঠে শিশুরা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সাইদুর রহমান রায়হান বলেন, হরতাল-অবরোধে এ ভাসমান শিশুগুলোর খাবারদাবারে খুব কষ্ট হয়, এরা ঠিকমত খাবার পায় না, এরা হাসতে জানে না। তাই অন্তত একটি দিন যেন এরা পেটভরে ভালো খাবার খেতে পারে, মন ভরে হাসতে পারে, সেজন্যই আমাদের এই আয়োজন।

এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাহেদ মুনীম ফয়সাল, সহসভাপতি শাহাজাদি আফরোজ, ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার জামান শাওন, দপ্তর সম্পাদক শামিম চৌধুরী,  কোষাধ্যক্ষ সাজ্জাদুল করিম।