ছবি: গ্লোবাল টিভি
আজ মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র অপরিবর্তিত থাকতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
গতকালের তাপমাত্রা
সর্বোচ্চ : ঢাকা ৩১.৮ সে.। চট্টগ্রাম ৩১.৬ সে.। রাজশাহী ৩০.৫ সে.। রংপুর ৩০.৮ সে.। খুলনা ৩০.০ সে.। বরিশাল ৩০.১ সে.। ময়মনসিংহ ৩১.১ সে.। সিলেট ৩১.০ সে.
সর্বনিম্ন : ঢাকা ২১.৮ সে.। চট্টগ্রাম ২৩.৫সে.। রাজশাহী ১৭.৭ সে.। রংপুর ১৯.৭ সে.। খুলনা ২০.৫ সে.। বরিশাল ১৯.৭ সে.। ময়মনসিংহ ১৯.৬ সে.। সিলেট ২১.০ সে.।
সূত্র : আবহাওয়া অধিদপ্তর।