ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ | ১২ মাঘ ১৪৩১ | ২৪ রজব ১৪৪৬

বিদেশি মদসহ সাবেক এমপিপুত্র গ্রেপ্তার

বিদেশি মদসহ সাবেক এমপিপুত্র গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

আল আমিন এম তাওহীদ: রাজধানীর সাতমসজিদ রোড় এলাকা থেকে বিদেশি মদসহ পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়ালের ছেলে আব্দুর রহিম ঐতিহ্যসহ ৪ জনকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। 

এঘটনায় ধানমন্ডি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। 

গ্রেপ্তারকৃত অন্যরা হলো- রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইএফএম শহিদুল ইাসলাম খানের ছেলে রিহাম খান, একই এলাকার তোতা মিয়ার ছেলে রাকিব উজ্জামান সজিব ও মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকার শেখ মোজাম্মেল হকের ছেলে আব্দুল্লাহ জীবন।

মামলা সূত্রে জানা যায়, ধানমন্ডি থানা পুলিশ সাতমসজিদ রোড়স্থ ৭৬ নং  কনকর্ড মমতাজ করিম হ্যারিটেজ এর লেভেল-২ কফি এভিনিউ  রেস্টুরেটে হতে তাদের আটক করে। 

ধানমন্ডি থানার পুলিশ পরির্দশক (অপারেশন) মো. রাসেল সাংবাদিকদের জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ধানমন্ডি থানা পুলিশ গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ধানমন্ডি থানাধীন সাতমসজিদ রোড়স্থ ৭৬ নং  কনকর্ড মমতাজ করিম  হ্যারিটেজ এর লেভেল-২ কফি এভিনিউ রেস্টুরেটে কতিপয় ব্যক্তি মাদক বহন  করে নিয়ে এসে সেবন করে রেস্টুরেন্টের মধ্যে এবং রাস্তায় মাতলামি করে বিরক্তি ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। রাতে আটককৃতদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মাদক মামলা রুজু করা হয়। 

মামলার তদন্তকারী অফিসার এসআই শরিফুল ইসলাম জানান, আটক আসামিদের বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।