ঢাকা, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ | ২৪ কার্তিক ১৪৩১ | ৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

এস এম মেহেদী হাসান জিকু, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শুড়া গ্রামে অজ্ঞাতনামা দুর্বৃত্তের গুলিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি শামিম হোসেন মিয়া (৫৩) নিহত হয়েছেন। সাবেক সেনা সদস্য শামিম ওই গ্রামের গোলাম রসুল নান্টুর ছেলে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। 

হরিণাকুন্ডু হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আল আমিন জানান, বৃহস্পতিবার এশার নামাজ পড়ে তিনি বাড়ির সামনে একটি সাঁকোর কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হয়তো অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে সেখান থেকে ধরে খালের ওপারে নিয়ে বুকে গুলি করে হত্যা করে। খবর পেয়ে স্বজনরা শামিমকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ জানান, শামিম ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন। হাসপাতালে মৃত অবস্থায় তাকে আনা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া জানান, একজনকে গুলি করে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পরদির্শন করেছি। 

উল্লেখ্য, নিহত শামিম ২০২২ সালের ৩১ আগস্ট ফেসবুক লাইভে এসে হরিণাকুন্ডুর সাবেক ওসি সাইফুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ করে আলোচনায় আসেন। সেখানে তিনি বলেছিলেন, “আমার সঙ্গে ওসি তুই তুকারি করেছে। তিনি আমাকে গ্রেপ্তার করতে পারেন, কিন্তু এমন ব্যবহার করতে পারেন না। আমার মামা ব্রিটেনের রাষ্ট্রদুত। ভগ্নিপতি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের প্রটোকল অফিসার। তবু আমি এই পরিচয় কাউকে দিয়ে চলি না”।