ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১ | ১৭ রজব ১৪৪৬

এই নির্বাচন থেকেই রাজনীতি করবেন সাকিব?

এই নির্বাচন থেকেই রাজনীতি করবেন সাকিব?

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে ৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাকিব আল হাসান। সাকিব এখন থেকে সক্রিয় রাজনীতি করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন সাকিব প্রসঙ্গ আসলে তিনি বলেন, ‘এখন থেকে সাকিব রাজনীতি করবে।’

এর আগে মাগুরা ১, ২ ও ঢাকা ১০ আসনের জন্য মনোনয়ন ক্রয় করেন সাকিব। তবে ঠিক কোন আসনের জন্য তাকে আওয়ামী লীগ নমিনেশনেো দেবে সেটা নিশ্চিত নয়। এর মধ্যে গত বৃহস্পতিবার ওবায়দুল কাদেরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন সাকিব। ধারণা করা হচ্ছে, মনোনয়ন নিয়েই আলোচনা করেন তারা।

এদিকে ২০১৩ সালে এক ফেসবুক পোস্টে সাকিব ঘোষণা দিয়েছিলেন, কখনও রাজনীতি করবেন না। তবে নিজের অবস্থান থেকে সরে এসে এবার এমপি হতে চাইছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার।