ছবি: সংগৃহীত
গ্লোবাল ডেস্ক: ভারতের উত্তরাখন্ড রাজ্যে নির্মাণাধীন একটি সুড়ঙ্গ ধসে আটকে পড়া ৪১ শ্রমিককে শুক্রবার পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। যান্ত্রিক ত্রুটির কারণে বৃহস্পতিবার রাতে উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
উদ্ধারকর্মীরা বলছেন, আর ১০ থেকে ১২ মিটার সুড়ঙ্গ খনন করা গেলেই শ্রমিকদের নাগাল পাওয়া যাবে। ১৩ দিন ধরে ওই ৪১ শ্রমিক সুড়ঙ্গে আটকা আছেন।
শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করেন উদ্ধার কার্যক্রম তদারকের দায়িত্বে থাকা সরকারের সড়ক ও যোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মাহমুদ আহমেদ ও উত্তরাখন্ডের রাজ্য সচিব নীরাজ খাইরওয়াল। তাঁরা বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে খননযন্ত্র একটি ধাতব পাইপে আঘাত করে। এতে খননযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এরপর উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়। এখন খননযন্ত্র মেরামত করা হচ্ছে।
উদ্ধারকর্মীরা বলছেন, আর তেমন কোনো ধাতব বাধা নেই। সব কিছু ঠিকঠাক থাকলে ওই সুড়ঙ্গ দিয়ে আরও দুইটি পাইপ পাঠালেই পাওয়া যাবে শ্রমিকদের নাগাল।
১২ নভেম্বর উত্তরাখন্ডের উত্তরকাশী জেলার একটি জাতীয় মহাসড়কে নির্মাণাধীন এই সুড়ঙ্গের একাংশ ধসে পড়ে।