ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ | ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | ৭ জমাদিউস সানি ১৪৪৬

আবহাওয়া

আবহাওয়া

ছবি: গ্লোবাল টিভি

আজ রবিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকালের তাপমাত্রা 
সর্বোচ্চ : ঢাকা ৩০.১ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩০.৯ডিগ্রি সে.। রাজশাহী ২৯.৮ডিগ্রি সে.। রংপুর ৩১.০ডিগ্রি সে.। খুলনা ২৯.ডিগ্রি সে.। বরিশাল ৩০.০ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩০.০ডিগ্রি সে.। সিলেট ২৯.৫ডিগ্রি সে.।

সর্বনিম্ন : ঢাকা ১৯.০ডিগ্রি সে.।
চট্টগ্রাম ১৯.৩ডিগ্রি সে.। রাজশাহী ১৭.০ডিগ্রি সে.। রংপুর ১৭.৭ডিগ্রি সে.। খুলনা ১৮.৫ডিগ্রি সে.। বরিশাল ১৭.৬ডিগ্রি সে.। ময়মনসিংহ ১৮.০ডিগ্রি সে.। সিলেট ১৮.৫ডিগ্রি সে.।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর।