ছবি: গ্লোবাল টিভি
সোহেল রানা বাবু, বাগেরহাট: আজ ২৬ নভেম্বর পূর্ণিমা তিথিতে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলারচরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নান। রাস উৎসবে যোগ দিতে ২৫ নভেম্বর সকাল থেকে মোংলা থেকে বিভিন্ন জলযানে করে হাজার হাজার পুণ্যার্থীরা রওনা দিয়েছেন।
জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবারও পুণ্যার্থী ছাড়া অন্য কেউ ওই সময় সুন্দরবনে ভ্রমণ করতে পারবেন না।
তিন দিনব্যাপী দুবলারচরের আলোর কোল এলাকায় রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। এই উৎসবকে কেন্দ্র করে সুন্দরবন উপকূলজুড়ে নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ সময় অন্যান্য বন্য প্রাণী শিকার বন্ধে বন বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোও বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর সনাতন ধর্মাবলম্বী ছাড়া দেশি-বিদেশি পর্যটক বা অন্য কোনো ধর্মাবলম্বী লোক দুবলারচরে রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে যেতে পারবেন না। রাস পূর্ণিমায় তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপদে যাতায়াতের জন্য বন বিভাগ পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে। তীর্থযাত্রীরা ২৫ থেকে ২৭ নভেম্বর—মাত্র তিন দিনের জন্য অনুমতি পাবে। পরিবেশদূষণ করতে পারে এমন বস্তুর ব্যবহার, মাইক বাজানো, পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে বন বিভাগ, রাস উৎসব বাস্তবায়ন কমিটি ও আইনশৃংখলা বাহিনী।
রাস উৎসব বাস্তবায়ন কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন বআশা করেন, এ বছর সবার সহযোগিতায় ঐতিহ্যবাহী এই উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।