ছবি: গ্লোবাল টিভি
মো: শাহিদুজ্জামান সবুজ, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় ৫৯ পিস গজারি কাঠ জব্দ করেছে বনবিভাগ। শনিবার রাতে উপজেলার রাজৈ এলাকার পাইলাব চৌরাস্তা আজিজুল হকের বাড়ীর পাশ থেকে ওই কাঠগুলো জব্দ করা হয়।
স্থানীয়রা জানায়, কাঠগুলো বারশ্রী এলাকার মৃত আবু সাঈদের ছেলে শাহজাহান মিয়ার। দীর্ঘদিন যাবত শাহজাহান একই এলাকার আজিজুল হক ও তার ভাই মনজুরুল হক মিলে চোরাই কাঠের ব্যবসার সাথে জড়িত। এ বিষয়ে শাহজাহান মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা হারুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় কাঠগুলো জব্দ করে রেঞ্জ অফিসে আনা হয়েছে। তবে এর সাথে কে বা কারা জড়িত প্রাথমিক ভাবে জানা সম্ভব হয়নি। এ ঘটনায় বন আইনে মামলার প্রস্তুতি চলছে।