ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১ | ১০ রবিউস সানি ১৪৪৬

অবরোধে মিছিল-সমাবেশে যোগ দিয়ে যা বললেন মান্না

অবরোধে মিছিল-সমাবেশে যোগ দিয়ে যা বললেন মান্না

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলনে বেশ কয়েকদিন দেখা যাচ্ছিল না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে। 

অবশেষে আজ রবিবার বিরোধীদের ডাকা অবরোধে মিছল পূর্ব এক সমাবেশে ডাকসুর সাবেক ভিপি মান্না বলেন, মাহমুদুর রহমান মান্না দালাল না।

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্যের রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশে তিনি সভাপতিত্ব করেন।

এ সময় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি অসুস্থ ছিলাম। আসলে আমি এখনো অসুস্থ এবং কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল না। কিন্তু এর মধ্যে ‘মাহমুদুর রহমান মান্না কোথায়’ প্রশ্ন ওঠায় আমি এখানে এসেছি।’

এরপর তিনি মিছিলে অংশ নেন।

বিএনপি ও সমমনা দলগুলোর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ ও নির্বাচনের তফশিল বাতিলের দাবিতে আন্দোলন-কর্মসূচিতে মান্নার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে।