ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ | ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | ৭ জমাদিউস সানি ১৪৪৬

নাইক্ষ্যংছড়িতে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক

নাইক্ষ্যংছড়িতে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক

ছবি: গ্লোবাল টিভি

আবদুল হাকিম, বান্দরবান: কয়লা চালিত মাটির পোড়ানো ইটের পরিবর্তে এইচ কে বি ব্রিকস স্থাপন হচ্ছে পরিবেশ বান্ধব জার্মানি ও চীনের তৈরি অত্যাধুনিক কংক্রিট ব্লক মিশিন। সেই মিশিন বসানোর জায়গার লে আউট, ড্রয়িংসহ পুরো ম্যাপ পরিদর্শন করেছে ভিনটেজ ইন্টারন্যাশনাল লিঃ বাংলাদেশ ও চীনা প্রতিনিধি দল। 

সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম  রেজু ভালুকিয়াপাড়ায় এইচ কে বি ব্রিকসের মালিক হায়াদার আলী কোম্পানির পুরাতন ইট ভাটা এলাকা   তারা পরিদর্শন করেন। এখানে মাটি ছাড়াই তৈরি হবে অত্যাধুনিক কংক্রিট ব্লক, যা ব্যবহার হবে ইটের বিকল্প হিসেবে।

এইস কে বি ব্রিকস ফিল্ডের মালিক হায়াদার আলী কোম্পানি জানান, সরকারের চাহিদামাফিক এখন থেকে নতুন নিয়মে উন্নতমানের পরিবেশ বান্ধব কংগ্রিটের সলিড মেশিনে ব্লক তৈরি করা হবে। 

পরিদর্শদকালে চীনা দলের সাথে বাংলেদেশী কংক্রিট ব্লক  যন্ত্রপাতি আমদানি ও রপ্তানিকারক ভিনটেজ ইন্টারন্যাশনসালের ম্যানেজিং ডিরেক্টর হীদুল ইসলাম সনেট উপস্হিত ছিলেন।