ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ | ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | ৭ জমাদিউস সানি ১৪৪৬

যে কারণে সিইসির সাথে সাক্ষাৎ করলেন সাকিব

যে কারণে সিইসির সাথে সাক্ষাৎ করলেন সাকিব

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর নিজ এলাকায় নিজের এলাকায় ভোটার হওয়ার আবেদন করেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বর্তমানে তিনি রাজধানীর বনানীর ভোটার।

সোমবার নির্বাচন কমিশনে এসে তিনি এ আবেদন করেন। তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীরের সঙ্গে দেখা করেন। 

জানা গেছে, সাকিব আল হাসান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার। এখন তিনি স্থায়ী ঠিকানা মাগুরায় ভোটার হতে চান। তিনি ভোটার এলাকা বনানী থেকে পরিবর্তন করে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে স্থানান্তরের আবেদন করেছেন।