ছবি: গ্লোবাল টিভি
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপু সরকারি কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছে থেকে পিকিনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নামে জোর করে করে টাকা তুলতে বাধা দেয়ায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রধান আব্দুল্লা আল আমিন ধুমকেতুকে লাঞ্ছিত করেছেন কলেজে ছাত্রলীগের নেতারা। কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ অনিকসহ ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ আব্দুল্লা আল আমিন ধুমকেতু বলেন, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, যুগ্ম সম্পাদক ইমরান মাহমুদ অনিক ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো: রাশেদ আলী কলেজের নামে রশিদ করে ছাত্র ছাত্রীদের কাছ থেকে অবৈর্ধ ভাবে জোর করে চাঁদা তুলছিলো। এ কারণে তাদের কাছ থেকে রসিদ কেড়ে নিয়ে চাঁদা তুলতে নিষেধ করা হয়। এর কিছুক্ষণ পর ইমরান মাহমুদ অনিকের নেতৃত্বে আরো ৩/৪ জন ছাত্র কলেজের প্রশাসনিক ভবনের চেয়ার ভাংচুর করে ও আমাকে লাঞ্ছিত করে।
এ বিষয়ে মহেরপুর সরকারি কলেজে ছাত্র লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহম্মেদ বলেন, পিকনিকের জন্য টাকা তোলা হচ্ছে। বিষয়টা নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্যার বাড়াবাড়ি না করে আমাকে ফোন করতে পারতেন।
ইমরান মাহমুদ অনিক ফোন না ধরায় কার বক্তব্য পাওয়া যায়নি।