ছবি: গ্লোবাল টিভি
আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকায় সবজিবোঝাই পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই দিনে সলঙ্গা ও বেলকুচিতে অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে জামায়াত নেতা-কর্মিরা।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এম. এ ওয়াদুদ জানান, মঙ্গলবার মধ্যরাতে একটি সবজিবাহী পিকআপভ্যান উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকায় আজিজ ফিলিং স্টেশন এলাকায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণেআনে। এতে পিকআপ ভ্যানটির কেবিন পুড়ে যায়। পিকআপটি সলঙ্গা থানায় রাখা হয়েছে।