ফাইল ছবি
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরাতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুল কাজী (৩৫) নামের এক মুদি দোকানী নিহত হয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার লাউখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইদুল কাজী উপজেলার বড়কান্দি ইউনিয়নের মানিকনগর এলাকার মৃত আবু বকর কাজীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার স্ত্রী ও সন্তান নিয়ে উপজেলার মূলনা এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন সাইদুল কাজী। আজ বুধবার সকালে তিনি শশুর বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কাজিরহাট বাজারে যাচ্ছিলেন। এসময় তিনি লাউখোলা বাজারের কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সাইদুল কাজী। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।