ছবি: গ্লোবাল টিভি
আবু রায়হান সরকার, নোয়াখালী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী সংসদ সদস্য আলহাজ মামুনুর রশীদ কিরণের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহাত তানভীর চৌধুরী নিকট মনোনয়নপত্র জমা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহসম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম স্বপন,বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হক শামসু ও মাহবুবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আক্তারুজ্জামান আনছারী,উপজেলা যুবলীগের আহ্বায়ক নুর হোসেন মাসুদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাহাত চৌধুরী প্রমুখ।