ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৩ ফাল্গুন ১৪৩১ | ১৫ শা‘বান ১৪৪৬

শরীয়তপুরে রাস্তায় গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে অবরোধ

শরীয়তপুরে রাস্তায় গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে অবরোধ

ছবি: গ্লোবাল টিভি

শরীয়তপুর প্রতিনিধি: সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিএনপি জামাতের ডাকা ৪৮ ঘন্টা হরতাল- অবরোধের সমর্থনে শরীয়তপুরের নড়িয়ায় সড়কের পাশের গাছ কেটে রাস্তায় ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠন নেতাকর্মীরা। 

বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে নড়িয়া উপজেলার ঘরিসার-সুরেশ্বর সড়কে কিছুটা সময় যানচলাচলের বিঘ্ন ঘটে, পরে পুলিশ এসে রাস্তার গাছগুলো সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে এই সড়কে গাছ কেটে ফেলে রেখে যায় দুবৃর্ত্তেরা।

এ বিষয়ে নড়িয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, কোন অবরোধের ঘটনা ঘটেনি। সুরেশ্বর রুটে গাছ কেটে ফেলে রেখেছে শুনেছি। ডাকাতির উদ্দেশে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। যারা এ ঘটনা ঘটিয়েছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।