ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ | ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | ৭ জমাদিউস সানি ১৪৪৬

শান্তর শতকে ২২৫ রানের লিড বাংলাদেশের

শান্তর শতকে ২২৫ রানের লিড বাংলাদেশের

ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক: অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে তৃতীয় দিনের খেলা শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ২১২ রান। লিড হয়েছে ২০৫ রানের। ১০৪ ও ৪৩ রানে অপরাজিত আছেন শান্ত ও মুশফিকুর রহিম। 

আন্তর্জাতিক ক্রিকেটে এটা তার সপ্তম সেঞ্চুরি। এর আগে ৩৯টি ওয়ানডে ম্যাচ খেলে ২টি সেঞ্চুরি করেছেন শান্ত। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হয় সিরিজের প্রথম টেস্ট। টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ওপেনার মাহমুদুল হাসান জয়ের (৮৬) ফিফটিতে ভর করে ৩১০ রান করে বাংলাদেশ। 

জবাবে ব্যাটিংয়ে নেমে কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে বুধবার দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ২৬৬ রান করে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার তৃতীয় দিনের প্রথম সেশনে দুর্দান্ত ব্যাটিং করেন নিউজিল্যান্ডের দুই পেসার কাইল জেমিসন ও টিম সাউদি। নবম উইকেটে তারা ৫১ রানের জুটি গড়েন। তাদের কল্যাণেই ৩১৭ রানে অলআউট হয়ে ৭ রানের লিড পায় কিউইরা।

নিউজিল্যান্ডের হয়ে ১১টি বাউন্ডারির সাহায্যে ১০৪ রান করেন কেন উইলিয়াসমন। এছাড়া ৪২ রান করেন গ্লেন ফিলিপস। ৪১ রান করেন ড্যারেল মিচিল। ৩৫ ও ২৩ রান করে করেন টিম সাউদি ও কাইল জেমিসন। বাংলাদেশ দলের হয়ে ৪ ও ৩ উইকেট নেন তাইজুল ইসলাম ও মুমিনুল হক সৌরভ।

৭ রানে পিছিয়ে থেকে বৃহস্পতিবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৬ রানেই দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেট জুটিতে মুমিনুল হক সৌরভকে সঙ্গে নিয়ে ৯০ রানের পার্টনারশিপ গড়েন নাজমুল হোসেন শান্ত। ৬৮ বলে চার বাউন্ডারিতে ৪০ রান করে রান আউট হন মুমিনুল। 

এরপর সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে বৃহস্পতিবার দিনের খেলা শেষ হওয়ার আগে ৯৬* রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শান্ত। এই জুটিতেই ক্যারিয়ারের ২৩তম টেস্টের ৪৬তম ইনিংসে পঞ্চম সেঞ্চুরি তুলে নেন তিনি।