ছবি: সংগৃহীত
ক্রীড়া প্রতিবেদক: সিঙ্গাপুরের বিপক্ষে ৮-০ গোলের জয়! এমন জয়ের কথা সম্ভবত ভাবেননি সাবিনাও। কারণ, র্যাঙ্কিংয়ে এই সিঙ্গাপুর বাংলাদেশ দলের চেয়ে ১২ ধাপ এগিয়ে।
সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গোল তো তারা করতেই পারেনি। রক্ষা করতে পারেনি নিজেদের জালও।
বাংলাদেশ দল ম্যাচের ১৫ মিনিটে সিঙ্গাপুরের গোল মুখ খোলে। সাবিনার নেওয়া লম্বা ফ্রি কিক দুই ফুটবলারের পা ও মাথা ঘুরে গোলমুখে থাকা তহুরার কাছে আসে। দশ নাম্বার জার্সির এই ফুটবলার হেডে দলকে লিড এনে দেন। ১৭ মিনিটে ব্যবধান ২-০ করে বাংলাদেশ। ২৩ মিনিটে দলকে ৩-০ গোলে এগিয়ে নেন তহুরা। ওই গোলে প্রথমার্ধ শেষ করে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাকি পাঁচ গোল দ্বিতীয়ার্ধে করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ৫৬ মিনিটে দ্বিতীয়ার্ধের গোলের যাত্রা শুরু করেন সানজিদা। ৬১ মিনিটে দল লিড নেয় ৫-০ গোলে। দ্বিতীয় গোল করেন বাঁ-পায়ের ফুটবলার ঋতু মনি। দল ষষ্ঠ গোল পায় ৭৪ মিনিটে। এবার জালে বল পাঠান ১১ নম্বর জার্সির অধিনায়ক সাবিনা।
শেষ সময়ে বাকি দুই গোল করে বাংলাদেশ। শেষে যোগ করা সময়ে অষ্টম গোল করে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী ফুটবল দল।