ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ | ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | ৭ জমাদিউস সানি ১৪৪৬

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাইলেন এমপি কিরণ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাইলেন এমপি কিরণ

ছবি: গ্লোবাল টিভি

আবু রায়হান সরকার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চেয়েছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশীদ কিরণ।

বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের কাছে নৌর্কা মার্কায় ভোট চান তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। দেশ আজ উন্নতির শিখরে পৌছে গেছে। শেখ হাসিনার উন্নয়ন পাড়া- মহল্লায় পৌছেঁছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতায় আনার কোনো বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক নুর হোসেন মাসুদ, আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম প্রমুখ।