ছবি: সংগৃহীত
সজীব আহমেদ রিওন, ইতালি: মহান বিজয় দিবস উপলক্ষে শিশু ও কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় ইতালির রাজধানীর রোমের তোরপিনাতারায়।
গত বৃহস্পতিবার শারমিন জাহান সূবর্ণা ও প্রিমা খানম এর যৌথ উপস্থাপনায় এতে প্রধান অতি ছিলেন বৃহত্তর ঢাকা সমিতি ইতালির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন রনি। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাবীব চৌধুরী ও উম্মে হানী প্রিন্স, তারেক হাসান নয়ন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয় দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক রফিক আল মাহমুদ (নরসিংদী), সদস্য সচিব-আমিন লালপুরী (নারায়ণগঞ্জ), সমন্বয়কারীরবিন ঢালী (বিক্রমপুর)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চুসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা।
এসময় বৃহত্তর ঢাকা সমিতি সদ্য নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনিকে ইতালি মহিলা সমাজ কল্যাণ সমিতির পক্ষে থেকে সংবর্ধনা দেয়া হয়।