ঢাকা, রবিবার, ২৩ মার্চ ২০২৫ | ৯ চৈত্র ১৪৩১ | ২২ রমজান ১৪৪৬

গ্লোবাল মিউজিক-এর ২০০তম পর্বে থাকছে বর্ণাঢ্য আয়োজন

গ্লোবাল মিউজিক-এর ২০০তম পর্বে থাকছে বর্ণাঢ্য আয়োজন

গ্লোবাল টিভি ছবি

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের ৩০ জুন গ্লোবাল টেলিভিশনের সম্প্রচার শুরুর দিন থেকেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক রেজার তত্ত্বাবধানে সরাসরি সম্প্রচারিত হয়ে আসছে “গ্লোবাল মিউজিক” অনুষ্ঠান। প্রথমে রাত ১১টায় এবং পরবর্তী সময়ে রাত ১০টা ৩০ মিনিটে প্রতি বৃহস্পতি ও শুক্রবার নিয়মিতভাবে এই অনুষ্ঠানটি গ্লোবাল টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। প্রায় দেড় বছর ধরে দেশবরেণ্য শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।

সেইসাথে অনুষ্ঠানটিতে দর্শকরাও অংশগ্রহণ করেছেন টেলিফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সারা দেশ থেকে তাদের ফোনকল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিউজ ও ওয়াচ টাইম প্রমাণ করে, এরই মধ্যে অনুষ্ঠানটি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। 

আগামী ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠানটি সফলতার সাথে তার ২০০তম পর্ব সম্প্রচার করতে যাচ্ছে। দ্বি-শতকের সেই শুভক্ষণে থাকছে ডাবল সেঞ্চুরির ধামাকা আয়োজন। এপর্যন্ত অংশগ্রহণকারী শিল্পীদের অংশগ্রহণে থাকছে আড্ডা, ফান এবং সঙ্গীতের মূর্ছনা। রাত ৮টা ৩০ মিনিটে শিল্পীদের সাথে নিয়ে কেক কেটে উৎযাপন করবেন গ্লোবাল টেলিভিশনের মো. হারুনুর রশিদ, পরিচালক আহমেদ হোসেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক রেজা। এছাড়াও বিশেষ অতিথি থাকবেন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি মনোয়ার পাঠান। 

এরপর রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে জমজমাট আড্ডা ও ফান। সেইসাথে সঙ্গীত পরিবেশন করবেন দিনাত জাহান মুন্নী, পথিক নবী, মামুন জাহিদ, দিঠি আনোয়ার, বেলাল খান, সম্পা দাস, রাজিব, খালেদ মুন্না, শাহরিয়ার রাফাত, অপু আমান, লায়লা, আশিক, কামরুজ্জামান রাব্বি, আয়েশা জেবিন দীপা, সাগর বাউল, অন্তর রহমান, ডলি মন্ডল, এস কে বনি, শফিকুল ইসলাম এবং শাহরিন মীম। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা, তাসনুভা মোহনা এবং মিম চৌধুরী। পুরো আয়োজনটি গ্লোবাল টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

গ্লোবাল মিউজিক অনুষ্ঠানটিতে স্বনামধন্য অনেক শিল্পী তাদের সুরমূর্ছনায় সবাইকে বিমুগ্ধ করেছেন। এছাড়াও তরুণপ্রজন্মের অনেক শিল্পী, যারা এরই মধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, তাদের পাশাপাশি এসময়ের জনপ্রিয় ও প্রতিশ্রুতিশীল সঙ্গীত শিল্পীদের জন্যও এটি হয়ে উঠেছে একটি অনন্য প্লাটফর্ম। 

অনুষ্ঠানটির গ্রন্থণা, পরিকল্পনা ও প্রযোজনার দায়িত্বে আছেন ইমরান আলী। প্যানেল প্রযোজনায় আছেন মাহামুদুল হাসান মিথেন, মোহাম্মদ মনিরুজ্জামান এবং মো. রফিকুল ইসলাম।