ফাইল ছবি
আজ শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গতকালের তাপমাত্রা
সর্বোচ্চ : ঢাকা ৩০.৪ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩১.০ডিগ্রি সে.। রাজশাহী ২৮.২ডিগ্রি সে.। রংপুর ২৭.৮ডিগ্রি সে.। খুলনা ২৯.০ডিগ্রি সে.। বরিশাল ৩০.২ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৯.১ডিগ্রি সে.। সিলেট ৩০.০ডিগ্রি সে.।
সর্বনিম্ন : ঢাকা ২০.৬ডিগ্রি সে.। চট্টগ্রাম ১৯.২ডিগ্রি সে.। রাজশাহী ১৬.২ডিগ্রি সে.। রংপুর ১৬.৫ডিগ্রি সে.। খুলনা ১৮.৬ডিগ্রি সে.। বরিশাল ১৭.৫ডিগ্রি সে.। ময়মনসিংহ ১৮.২ডিগ্রি সে.। সিলেট ১৮.০ডিগ্রি সে.।
সূত্র : আবহাওয়া অধিদপ্তর।