ঢাকা, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিল্পকলায় চলছে ‘জয়েন দ্য স্টোরিজ বিফোর গেটিং স্মার্ট’

শিল্পকলায় চলছে ‘জয়েন দ্য স্টোরিজ বিফোর গেটিং স্মার্ট’

গ্লোবাল টিভি ছবি

রাজধানীর শিল্পকলা একাডেমির ইন্টারন্যাশনাল ডিজিটাল আর্কাইভ হলে চলছে জয়েন দ্য স্টোরিজ বিফোর গেটিং স্মার্ট শিরোনামের লেকচার কর্মশালা। 

শিল্পকলা একাডেমির আয়োজনে শুক্রবার থেকে শুরু এ কর্মশালায় চলছে মডার্নিটি, পোস্ট মডার্নিটি, পোস্ট ট্রুথ কন্ডিশন, কোয়ান্টাম কমপিউটিং, এজিআই, নিউরাল নেটওয়ার্ক, এএসআই মেশিন কনশাসনেস, সার্ভিলেন্স ক্যাপিটালিজমসহ বর্তমান ও আগামী দিনের নানা বৈজ্ঞানিক ও ফিলোসফিক্যাল বিষয় নিয়ে আলোচনা। 

কর্মশালার একক বক্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. সেলিম মোজাহার। ২ মার্চ পর্যন্ত প্রতি শুক্র ও শনিবার কর্মশালা চলবে। এ কর্মশালায় সহযোগিতা করছে মনন সংস্কৃতি ফাউন্ডেশন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাব।   ২০ থেকে ৩০ বছর বয়সী আবেদনকারীদের মধ্য থেকে বাছাই করা ৪০ জন অংশ নিচ্ছেন এতে। 

সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। রয়েছে সংশ্লিষ্ট বিষয়ের ওপর চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থাও। কর্মশালার আয়োজক বাংলাদেশ শিল্পকলা একাডেমি।