ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ | ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | ৭ জমাদিউস সানি ১৪৪৬

চৌমুহনীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

চৌমুহনীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

গ্লোবাল টিভি ছবি

আবু রায়হান সরকার: আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস উপলক্ষে নোয়াখালী চৌমুহনী সরকারী সালেহ আহমেদ কলেজে অধ্যক্ষ টিপু হোসাইন ও বেগম বদরুন্নেছা হোসাইন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

কলেজে শিক্ষক মিলনায়তন হলরুমে বুধবার দুপুরে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌমুহনী সরকারী সালেহ আহমেদ কলেজে অধ্যক্ষ মঞ্জুরুল হক,ভাইস প্রিন্সিপাল আবু তাহের খান, অধ্যক্ষ টিপু হোসাইনের কন্যা নিলুফার শাহাজাহান, নুসরাত জাহান, দুর্রে সাওয়ার, মুরাদ হোসাইন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আহ্বায়ক জাফর ইকবাল রুপক, কলেজ ছাত্রলীগ শাখার আহ্বায়ক আবদুল্লাহ আল হুমায়ুন, যুগ্ম আহ্বায়ক নিলয়সহ অনেকে।

এ সময় কলেজ থেকে সুযোগ পাওয়া মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০ জন মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়।