গ্লোবাল টিভি ছবি
আবু রায়হান সরকার: নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম বলেছেন, দেশে উন্নয়ন করায় জনগণ আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে আবার ক্ষমতায় এনেছে। বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে। এখন তারা তা উপলব্ধি করছে।
বুধবার সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগের খাজুরিয়া আছিরা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি নির্বাচনের আগেও বলেছি, উন্নয়নের স্বার্থে বাংলাদেশে ক্ষমতায় আওয়ামী লীগ আসবে। অন্য দল ক্ষমতায় এলে তারা কোনো উন্নয়ন দিতে পারতো না।
খাজুরিয়া আছিরা খাতুন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনিসুর রহমান তারেকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, বেঙ্গল গ্রুপের পরিচালক সাইফুল আলম দিপু, এস এ গ্রুপের কো-অর্ডিনেটর হাসান মঞ্জুর, কেশারপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক সুমন।