ঢাকা, রবিবার, ২৩ মার্চ ২০২৫ | ৯ চৈত্র ১৪৩১ | ২২ রমজান ১৪৪৬

কালিয়াকৈরে সাহিত্য পরিষদের নতুন কমিটি

কালিয়াকৈরে সাহিত্য পরিষদের নতুন কমিটি

গ্লোবাল টিভি ছবি

 কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: কালিয়াকৈরে সাহিত্য পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি এইচএম উজ্জ্বল ও সেলিম রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা উপজেলার গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। সভায় পুরাতন আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সর্বসম্মতিক্রমে ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কালিয়াকৈর সাহিত্য পরিষদে উপদেষ্টা পরিষদে আছেন  বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল মো. আবদুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন আহমেদ, অধ্যাপক মো. মোবারক হোসেন, গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলকাস উদ্দিন আহমেদ, মো. আইয়ুব রানা, এম তুষারী, অধ্যাপক ইকবাল মাহমুদ চঞ্চল।