ঢাকা, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ | ২০ কার্তিক ১৪৩১ | ১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রিলিজ হলো অবশেষ-এর ‘শৈশব’

রিলিজ হলো অবশেষ-এর ‘শৈশব’

গ্লোবাল টিভি ছবি

নিজস্ব প্রতিবেদক: ব্যান্ড ‘অবশেষ ’ রিলিজ করেছে তাদের দ্বিতীয়  মৌলিক গান ‘শৈশব’। ২৭ ফেব্রুয়ারী হেভি মেটাল টিশার্ট-এর ফার্মগেট আউটলেটে গানটি রিলিজ করা হয়। 

গানটির কম্পোজিশন  ও সুর ব্যান্ড অবশেষের সদস্যদেরই। গানটি লিখেছেন রৌদ্র চৌধুরী। মূল ভোকাল জিকরুল হোসেন তোতন ও মীর মুহাইমিনুল স্বাক্ষর।  স্টুডিও এমভিতে গানটি রেকর্ডিং করা হয়েছে। মিক্সিং এবং মাস্টারিং-এ ছিলেন তোফিকুল ইসলাম শাওন।

গানটি এনিমেশন আকারে মুক্তি দেয়া হচ্ছে। এনিমেশনের কাজ করেছেন খালেদ মাহমুদ সম্রাট এবং নাহিয়ানুল জোহা নিবিড়। পোস্টারের কাজ করেছেন আইয়ুন খান অনাদি।

গানটির মার্চেন্ডাইজ পার্টনার হিসেবে থাকছে হেবি মেটাল টিশার্ট  এবং টেকনিক্যাল পার্টনার হিসেবে থাকছে মিউজিক পয়েন্ট। 

গানটি নিয়ে অবশেষ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ড্রামার রৌদ্র চৌধুরী বলেন, আমরা যান্ত্রিক জীবনে চলতে গিয়ে যখন খুব ক্লান্ত হয়ে যাই, তখন সবাই অনুভব করি যে ছোটবেলাই খুব ভালো ছিল। শৈশবের স্মৃতিগুলোকে ভেবে তখন আবেগ আপ্লুত হয়ে যাই।তার পরিপ্রেক্ষিতেই আসলে গানটি লেখা। আশা করি সবার গানটি ভালো লাগবে।

স্পটিফাই এবং ইউটিউবসহ সকল স্টিমিং প্লাটফর্মে পাওয়া যাচ্ছে।