গ্লোবাল টিভি ছবি
নিজস্ব প্রতিবেদক: গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটি পবিত্র রমজানের উপর আলোচনা ও ইফতারের আয়োজন করে। রাজধানীর মিরপুরে গাঙচিলের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ইমরোজ সোহেল। সভাপতিত্ব করেন গাঙচিলের কেন্দ্রীয় চেয়ারম্যান মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন গাঙচিলের কেন্দ্রীয় মহাসচিব ডক্টর ইদ্রিস আলী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন বিশিষ্ট ছড়াকার আতিক হেলাল, বীর মুক্তিযোদ্ধা কবি আবু সুফিয়ান খান, মেজর (অব.) পলক রহমান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, কবি তন্ময় হারিস, মঞ্জু খন্দকার, কবির হুমায়ুন, শিল্পী লিজি আহমেদ, আতিয়ার রহমান, অ্যাডভোকেট এ বি সিদ্দিক, মাসুদ পারভেজ, মোঃ মানিক মোল্লা, শেখ মমতাজুল করিম শিপলু, শাকিল হাসান, মোঃ মনিরুজ্জামান, মতিয়ারা চৌধুরী মিনু, আশিকুর রহমান নিবিড়, মুরাদুজ্জামান, কামরুজ্জামান কায়েম, মামুন পাটোয়ারী, ফখরুল ইসলাম, খাদিজা রহমান কল্পনা প্রমুখ।
অনুষ্ঠানে অসুস্থ কবি সাইদা খানম পাঠান, আকুঞ্জি আনোয়ার হোসেন, কবি শহিদুল ইসলাম, কবি মাসুদা মোবারক ও কবি হাসনা হেনার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া কবিতা পাঠ, হামদ, নাত এবং রমজানের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উপস্থাপনা করেন গাঙচিলের প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন।