ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হলো সপ্তর্ষি প্রকাশনা উৎসব। অধ্যাপক আহমেদ রেজার তত্ত্বাবধানে ও সৈয়দ নকীব মুসিলেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
বিশেষ অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের লেখক ও প্রকাশক নাজিবুল ইসলাম মণ্ডল।
অনুষ্ঠানে সপ্তর্ষি নামে অভিহিত সাতজন কবি-লেখকের ৭টি বিই নিয়ে আলোচনা করা হয়। তারা হলেন-কবি শহিদ আজাদ, শফিক ইমতিয়াজ, কামরুল হাসান, তারেক রেজা, বিনয় বর্মন, শামছুন নাহার ও কথাসাহিত্যিক তালুকদার লাভলী।
সাতজন কবির সাতটি বইয়ের উপরে আলোচনায় অংশ নেন কবি শহিদ আজাদ, শফিক ইমতিয়াজ, ছড়াকার আতিক হেলাল, অনিকেত শামীম, তারেক রেজা, বিনয় বর্মন, মাহবুব বোরহান, জাহিদ মুস্তাফা।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সংবাদ পাঠক ও বাচিক শিল্পী রেহানা পারভীন ও দেওয়ান সাইদুল হাসান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি তন্ময় হারিস, মনসুর আজিজ, আবুল খায়ের, মাহাবুবা লাকী, পারভীন সুলতানা, শামীমা আফরোজ হ্যাপি প্রমুখ।