ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ | ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | ৭ জমাদিউস সানি ১৪৪৬

কেএনএফ সন্ত্রাসী বা‌হিনী‌তে প‌রিণত হ‌য়ে‌ছে: সেনাপ্রধান

কেএনএফ সন্ত্রাসী বা‌হিনী‌তে প‌রিণত হ‌য়ে‌ছে: সেনাপ্রধান

গ্লোবাল টিভি ছবি

আবদুল হাকিম, বান্দরবান : সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ ব‌লেন, কেএনএফ যখন তা‌দের সবকিছু জা‌হির ক‌রে ফে‌লে‌ছে, তখন তারা ধী‌রে ধী‌রে  সন্ত্রাসী বা‌হিনী‌তে প‌রিণত হ‌য়ে‌ছে। তা‌দের বি‌রুদ্ধে আমরা কম্বাইন্ড অপা‌রেশন শুরু ক‌রে‌ছি।

র‌বিবার (৭ এপ্রিল) সদর সেনা জো‌নের মা‌ঠে এক মত‌বি‌নিময় সভায় একথা ব‌লেন তি‌নি।

এসময় তি‌নি আরো ব‌লেন, বাংলা‌দেশ সেনাবা‌হিনীর যে দা‌য়িত্বগু‌লো বি‌শেষ ক‌রে যৌথ অ‌ভিযা‌নে নেতৃত্ব দেয়া পেশাদা‌রি‌ত্বের সা‌থে কর‌বো। আমা‌দের অল‌রে‌ডি প‌রিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হ‌য়ে গে‌ছে।‌ 

তি‌নি আরো ব‌লেন, ইতিম‌ধ্যে ক‌য়েকজন সন্ত্রাসী‌কে আটক এবং ২‌টি অস্ত্র উদ্ধার কর‌তে সক্ষম হ‌য়ে‌ছি। ত‌বে এ অস্ত্রগু‌লো লু‌টে নেয়া অস্ত্র কিনা তা জান‌তে পা‌রি‌নি। সরকার আমা‌দের যেভা‌বে নি‌র্দেশনা দি‌য়ে‌ছে, আমরা সেভা‌বেই এগি‌য়ে যা‌চ্ছি। এখা‌নে পু‌লি‌শের কাজ পু‌লিশ, র‌্যা‌বের কাজ র‌্যাব এবং সেনাবা‌হিনীর কাজ সেনাবা‌হিনী আলাদা ভা‌বে ক‌রে যা‌চ্ছে। কিন্তু প‌রে আমরা এগু‌লো এক‌ত্র কর‌ছি। 

তি‌নি ব‌লেন, আমরা যা কর‌ছি, তা কিছু দৃশ‌্যমান যা আপনারা দেখ‌তে পার‌বেন। 

তি‌নি ব‌লেন, আগে থে‌কে কেএনএফ ব‌্যাংকে হামলা, লুট কিংবা ম‌্যা‌নেজার‌কে অপহর‌ণের ব‌্যাপা‌রে কোন তথ‌্য ছিল না। মাত্র মা‌র্চের ৩১ তা‌রিখ গীর্জায় বি‌ভিন্ন সহায়তা দেয়া হয়। এতে তারা খু‌শিও ছিল। হঠাৎ ২ এপ্রিল রা‌তে তারা হামলা চালায়, যা বিশ্বাস করার মত নয়। 

এসময় বান্দরবানের সেনাকর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।