গ্লোবাল টিভি ছবি
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উজেলার বনগ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম(৩৫)। তার দুটি কিডনির ৯০ শতাংশ নষ্ট হয়ে গেছে। তার চিকিৎসা ব্যয় মেটাতে ৫০ হাজার টাকা দান করেছেন আমেরিকা প্রবাসী প্রকৌশলী রাশিদুল হাসান মুক্ত।
সাইফুল জানান, ডায়ালাইসস করে তার জীবন রক্ষা পাচ্ছে। প্রতি মাসে খরচ হচ্ছে ২০ হাজার টাকা। তার চিকিৎসা ব্যয় মেটাতে তিনি সর্বস্বান্ত। তিনি সুস্থ থাকতে দেশের বাইরে কাজ করকেন। তার অর্জিত টাকা পয়সা এরই মধ্যে শেষ। এখন তার শুধু বসতবাড়িটি অবশিষ্ট রয়েছে। সংসারে তার স্ত্রী ও দুটি ছোট ছেলে- মেয়ে রয়েছে। অর্থ্যাৎ পরিবারে তিনি ছাড়া কোন উপার্জনক্ষম ব্যক্তি নেই। তার সংসারই এখন চলে না। তার বাচ্চাদের পড়াশোনাও বন্ধ হওয়ার পথে। কোনমতে জীবনধারণ করতে তিনি বাড়িতে একটি টং দোকান ঘর করেছেন। সেখানে প্রতিদিন একশ’ টাকা বা তার কম টাকা আয় থাকে। এমন কষ্টের সময় প্রকৌশলী রাশিদুল হাসান মুক্ত তাকে সহায়তা করায় তিনি তার প্রতি কৃতজ্ঞতা জানান।
সাইফুল ইসলাম কষ্টের কথা জেনে সম্প্রতি তার জন্য সহায়তা পাঠান আমেরিকা প্রবাসী প্রকৌশলী রাশিদুল হাসান মুক্ত। তার পাঠানো অর্থ সাইফুলের হাতে তুলে দেন গ্লোবাল টেলিভিশন, জাগো নিউজ ও দৈনিক মানবকন্ঠর সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল। এ সময় স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকৌশলী রাশিদুল হাসান মুক্ত জানান, তিনি চান প্রতিটি সামর্থ্যবান মানুষ যেন তার সাধ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ান। এতে একটি সুখি কল্যাণময় সমাজ গড়ে উঠতে পারে।