গ্লোবাল টিভি ছবি
শাহরিয়ার বাঁধন: দুই দেশের বিভিন্ন বিষয়ে কথা বলতে এসেছেন ডোনাল্ড লু,তাকে নিয়ে এতো মাতামাতির কিছু নেই। আর বাংলাদেশ কোন দেশের স্যাংকশন বা ভিসানীতি কেয়ার করে না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ভারতীয় পণ্য বয়কট কিংবা আন্দোলন সংগ্রাম সবকিছুতে ব্যর্থ হয়ে খড়কুটো নিয়ে বাঁচতে চাচ্ছে বিএনপি।
মঙ্গলবার সকালে সচিবালয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ওবায়দুল কাদের।
এ সময় তিনি দাবি করেন,আন্দোলন সফল করার দিবাস্বপ্নে বিভোর বিএনপি, আন্দোলন সংগ্রাম সবকিছুতে ব্যর্থ হয়ে খড়কুটো নিয়ে বাঁচার চেষ্টা করছে তারা।
এ সময় এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাফ জানিয়ে দেন,বাংলাদেশ কোন দেশের স্যাংকশন বা নিষেধাজ্ঞাকে পরোয়া করে না।
ডোনাল্ড লুর আগমন নিয়ে ওবায়দুল কাদের বলেন, তাকে নিয়ে এতো মাতামাতির কিছু নেই, দুই দেশের বিভিন্ন বিষয়ে কথা বলাসহ নিজ এজেন্ডা বাস্তবায়নে তিনি এদেশে এসেছেন।
এ সময় মেট্রোরেলে ১৫% ভ্যাট আরোপের বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, এটি বাস্তব সম্মত নয়। পৃথিবীর কোন দেশেই মেট্রোরেলে ১৫% ভ্যাট আরোপের নজির নেই। প্রতিবেশী দেশে ৫ শতাংশ পর্যন্ত নজির আছে। বাংলাদেশে এর যৌক্তিকতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেবে দেখবেন বলে জানিয়েছেন।
ঢাকায় গণপরিবহনে লক্কর ঝক্কর বাস অপসারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, চলাচলে অযোগ্য লক্কর ঝক্কর বাসগুলো ডাম্পিং করা হবে। তবে সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে যেগুলো একরকম চলে, সেগুলো এখনই ডাম্পিং নয়।
ইলেকট্রিক বাস আমদানি নিয়ে ওবায়দুল কাদের বলেন, ইলেকট্রিক বাসের কথা আমরা বিবেচনা করছি। ইলেকট্রিক যানবাহন ব্যবহারকে উৎসাহিত করার আগ্রহ আছে সরকারের।