ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনি হত্যা বন্ধে কোন পদক্ষেপ না নিয়ে বিএনপি জামায়াত ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন ইসরায়েলি দোসর হয়ে বিএনপি এখন দেশ বিরোধী যড়যন্ত্রও করছে।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত 'ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ও বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ ও মানববন্ধনে’ তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফিলিস্তিনি হত্যা বন্ধে কোন পদক্ষেপ না নিয়ে বিএনপি জামায়াত ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করছে। ইসরায়েলিদের দোসর হয়ে বিএনপি এখন দেশ বিরোধী যড়যন্ত্রও করছে।
পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন রাখেন, ধর্মীয় লেবাসধারী সরকার পতনের জন্য আন্দোলনকারীরা কেন ফিলিস্তিনের গণহত্যার কেনো বিরুদ্ধে প্রতিবাদ করে না?