ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫ মাঘ ১৪৩১ | ৭ শা‘বান ১৪৪৬

নারায়ণগঞ্জে অপহৃত ২ যুবক উদ্ধার

নারায়ণগঞ্জে অপহৃত ২ যুবক উদ্ধার

গ্লোবাল টিভি ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত ২ যুবককে রূপগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব-১১। এ সময় গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী চক্রের ৪ সদস্যকে। মঙ্গলবার (১৪ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া। 

গ্রেপ্তারকৃতরা হলেন- রূপগঞ্জের মুড়াপাড়া হাউলিয়াপাড়া এলাকার জজ মিয়ার ছেলে সজীব মিয়া (২৩), মৃত আশরাফ উদ্দিনের ছেলে লিটন মিয়া (৩০), ইদু মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (২৩), ও অজিত চন্দ্র বিশ্বাসের ছেলে ইমন চন্দ্র বিশ্বাস (২২)।

উদ্ধারকৃতরা হলেন-সিদ্ধিরগঞ্জ শিমরাইল ট্রাক টার্মিনালের পাশে গাড়ির  ওয়ার্কশপের মেকানিক নাজমুল (২৮) ও মুন্না (১৭)। 

র‌্যাব জানায়, গত ১৩ মে সকাল ৯ টার দিকে ওই ২ যুবককে অপহরণ করা হয়। পরে ভুক্তভোগী নাজমুলের ব্যবহৃত মোবাইল থেকে তার ভগ্নিপতিকে ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। নাজমুলের ভগ্নিপতি বাদী হয়ে রূপগঞ্জ থানায় অপহরণ মামলা করেন। 

আসামিদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।