ঢাকা, রবিবার, ২৩ মার্চ ২০২৫ | ৯ চৈত্র ১৪৩১ | ২২ রমজান ১৪৪৬

রায়গঞ্জে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

রায়গঞ্জে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

ফাইল ছবি

মোঃ মামুনর রশিদ রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের রায়গঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ মে) সকালে চান্দাইকোনা খাদ্য গুদামে ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়ামুল হক, উপজেলা খাদ্য পরিদর্শক নুরুল ইসলাম, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, সাংবাদিক এসএম নজরুল ইসলাম, চাল কল মালিক সমিতির সদস্য আবদুল মোত্তালেব, আরিফুল ইসলাম। 

চলতি মৌসুমে ৩২ টাকা কেজি দরে ১ হাজার ২৫২ মেট্রিক টন ধান ও ৪৫ টাকা কেজি দরে ১০ হাজার ৫২০ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহের কার্যক্রম চলবে।