ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১ | ১৭ রজব ১৪৪৬

হেরোইনসহ সাবেক সেনা আটক, সাংবাদিককে হুমকি

হেরোইনসহ সাবেক সেনা আটক, সাংবাদিককে  হুমকি

ছবি: সংগৃহীত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে চার গ্রাম হেরোইনসহ চাদ আলী নামে সাবেক সেনা সদস্যকে আটক করেছে রামদাসপুর ক্যাম্পের পুলিশ।  শুক্রবার মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রাম থেকে রামদাসপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে মেহেরপুর থানায় সোপর্দ করে।  
আটক চাদ আলীকে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এদিকে, এই সংবাদ পরিবেশন করায় মোবাইল ফোনে দৈনিক নবচেতনার সাংবাদিক হজী সাইফুলকে হত্যার  হুমকি দেবার অভিযোগ উঠেছে আরেক মাদক ব্যাবসায়ী কুলবাড়িয়ার ঝন্টু বিশ্বাসের বিরুদ্ধে। 

সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, হেরোইনসহ আটকের সংবাদ প্রকাশ করায় অপর মাদক ব্যবসায়ী ঝন্টু বিশ্বাস মোবাইল ফোনে হত্যার হুমকি দিচ্ছে। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় ওসিকে জানানো হয়েছে।