ঢাকা, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ৮ রবিউল আউয়াল ১৪৪৬

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্ম উৎসব

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্ম উৎসব

গ্লোবাল টিভি ছবি

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনের মধ্য দিয়ে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি) ক্যাম্পাসে উদযাপিত হয়েছে গ্রীষ্ম উৎসব। রবিবার সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় উৎসবমুখর হয়ে ওঠে।

এনডিইউবি কালচারাল ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি, কোষাধ্যক্ষ ড. ফাদার সুবাস আদম পেরেরা, সিএসসি, রেজিস্ট্রার ড. ফাদার ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি, এনডিইউবি ক্লাবের মডারেটর সিস্টার সাগরিকা মারিয়া গোমেজ, সিএসসি, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. পরিমল চন্দ্র দত্ত, কালচারাল ক্লাবের মডারেটর ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক আজিজা আক্তার এবং কো-মডারেটর ও ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ ওয়ালিউল্লাহ।

এতে স্বরচিত কবিতা আবৃত্তি করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামির হোসাইন।

এছাড়া শিক্ষার্থীদের পরিবেশনার মধ্য ছিলো নৃত্য, আদিবাসী নৃত্য, ঠাকুরমার ঝুলি থেকে নাটক মঞ্চায়ন এবং একক ও দ্বৈত সঙ্গীত।