ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ | ২৩ অগ্রহায়ণ ১৪৩১ | ৬ জমাদিউস সানি ১৪৪৬

মডেল-অভিনেত্রী সীমানা আর নেই

মডেল-অভিনেত্রী সীমানা আর নেই

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা আর নেই। আজ মঙ্গলবার (৪ জুন) সকাল ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তিনি স্বামী, দুই ছেলে রেখে গেছেন।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

গণমাধ্যমকে সীমানার পরিবার জানিয়েছে, গত সপ্তাহে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সীমানা। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।  চিকিৎসকেরা জানান, অভিনেত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

পরদিন সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেয়া হয়। এরপর তাকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়। গত শনিবার এই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। গত বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, সীমানা ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। পরে অনেক নাটকে অভিনয় করেন।

২০১৬ সাল থেকে অভিনয়ে বিরতি ছিলো মা হওয়ার জন্য। দীর্ঘ বিরতি ভেঙে গত বছর থেকে আবার নাটকে অভিনয় শুরু করেন তিনি।