ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ | ২৩ অগ্রহায়ণ ১৪৩১ | ৬ জমাদিউস সানি ১৪৪৬

কাঞ্চন পৌর নির্বাচন: বাদশার পক্ষে মাঠে পিএইচপি গ্রুপ

কাঞ্চন পৌর নির্বাচন: বাদশার পক্ষে মাঠে পিএইচপি গ্রুপ

গ্লোবাল টিভি ছবি

মো.মনিরুল আলম, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগামী ২৬ জুন কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাদশার পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি দেশের শীর্ষ শিল্পপতিরাও। 

শুক্রবার  সারাদিন কাঞ্চন পৌরসভার ৯টি ওয়ার্ডের ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়, বিরাব, তারইল, রানীপুরা, কলাতলী, কালাদী, হাটাবো, চরপাড়া, দিঘুলিয়াসহ বিভিন্ন মহল্লায় একযোগে এ গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালানো হয়। ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে প্রচারণায় বাদশার পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান চৌধুরী, মাসকো গ্রুপের চেয়ারম্যান এমএ আব্দুস সবুর, গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসূল কলি, হাজী এমায়েত হোসেন, মিলন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, আবুল বাশার বাদশা কাঞ্চন ইউনিয়ন পরিষদের দুই বারের চেয়ারম্যান ছিলেন। পরে পৌরসভা হওয়ার পরে আরো একবার মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি দায়িত্ব পালনকালে নিরীহ ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। বাদশার দ্বারা কারো কোন ক্ষতি হয়নি।