ছবি: সংগৃহীত
মো.মনিরুল আলম, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাতের বেলায় প্রতিপক্ষের অস্ত্রধারীদের আনাগোনায় ভোটাররা আতঙ্কিত বলে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা৷
রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে রবিবার সংবাদ সম্মেলনে বাদশা নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেন।
২৬ জুনের এই নির্বাচনে মেয়র পদে মোবাইল ফোন প্রতীকে বাদশা আর জগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য সাবেক মেয়র রফিকুল ইসলাম রফিক।
নির্বাচনের শুরু থেকে এলাকায় সন্ত্রাসী তৎপরতা চলিয়ে আসছে অভিযোগ করে দেওয়ান আবুল বাশার বলেন, “আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা (প্রতিদ্বন্দ্বী প্রার্থী) বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী ও অস্ত্র জোগাড় করে নির্বাচনি এলাকায় রাতের বেলায় মাইক্রোবাস দিয়ে মহড়া দিচ্ছে, ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে।”
ভোটাররা যেন ভোটকেন্দ্রে না যায় সেজন্য বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় রাত ১টার পর থেকে ভয়ভীতি দেখানো হচ্ছে অভিযোগ করে বাদশা বলেন, নির্বাচন কমিশনও যেন এইদিকে নজর দেয়। যত ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আছে তা যেন প্রতিহত করেন তারা। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থা যেন তারা করেন৷
তিনি বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন ব্যাপকভাবে ব্যবস্থা নিয়েছে এমন কিছু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে, আমরা বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়ে আসছি, এসব বহিরাগত সন্ত্রাসীদের যেন এলাকাছাড়া করার ব্যবস্থা তারা করেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। তারা বারবারই বলছে, ব্যবস্থা নেবেন। কিন্তু দেখছি না তেমন কিছু।”
এক প্রশ্নের জবাবে তিনি লেন, এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, থানা-পুলিশসহ সবাইকে লিখিতভাবে অবগত করলেও উল্লেখযোগ্য কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। তাই ভোটাররা ভয় পাচ্ছে। আমি নিজেও কিছুটা আতঙ্কিত৷
এসব অভিযোগের বিষয়ে জগ প্রতীকের মেয়রপ্রার্থী রফিকুল ইসলাম গ্লোবাল টেলিভিশনকে বলেন আমার, জনসমর্থন দেখে হিংসা হচ্ছে, তাই তিনি আবোল তাবোল বলছেন ।