ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২ | ১৯ শাওয়াল ১৪৪৬

চেয়ারম্যান পদে বিএনপি নেতার শপথগ্রহণে নিষেধাজ্ঞা

চেয়ারম্যান পদে বিএনপি নেতার শপথগ্রহণে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

রংপুর ব্যুরোঃ রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী বিএনপির বহিস্কৃত নেতা মোকাররম হোসেন সুজনের চেয়ারম্যান পদে শপথ গ্রহণের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল।

বুধবার  নির্বাচনী ট্রাইব্যুনাল, যুগ্ম জেলা ও দায়রা জজ-১ এর বিচারক আব্দুল মালেকের আদালতে তার শপথগ্রহণ বাতিল করার আবেদন শুনানী হয়েছে। বিকেলে আদালত আগামী ৩০ জুন রবিবার শুনানীর তারিখ ধার্য করেছে। এর আগে ট্রাইব্যুনাল শুনানীর জন্য ২২ জুলাই তারিখ নির্ধারণ করে। কিন্তু তৃতীয় ও চতুর্থ ধাপে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী ৩ জুলাই।

নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেন সুজনের আইনজীবী জোবাইদুল ইসলাম বুলেট বলেন, সুজন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার পক্ষে সরকারী গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত ৪ জুন। আইন অনুযায়ী গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবার এক মাসের মধ্যে নির্বাচিত চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান করতে হবে। কিন্তু নির্বাচনে পরাজিত প্রার্থী রুহুল আমিন নির্বাচনী ট্রাইবুনালে নির্বাচনে অনিয়মের অভিযোগ করে মামলা দায়ের করেন। এতে দুই পক্ষের বক্তব্য না শুনে একতরফা শপথ গ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি করা ন্যায় বিচারের পরিপন্থি। আগামী ৩০ জুন শুনানীর নতুন তারিখ নির্ধারণ করেছে। আমরা ন্যায্য বিচার পাবে বলে প্রত্যাশা করছি।

অপরদিকে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মামলার বাদী আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের আইজনীবী আব্দুল মালেক বলেন, আদালত শপথ গ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি করে আগামী ২২ জুলাই শুনানীর দিন ধার্য করেছিল। এ অবস্থায় বিবাদীর শুনানীর আবেদনের উপর শুনানী হয়েছে। শুনানীর তারিখ এগিয়ে নেয়ার আবেদনের বিষয়ে আদালত তার সিদ্ধান্ত জানিয়েছে।