ঢাকা, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ৮ রবিউল আউয়াল ১৪৪৬

রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

ছবি: গ্লোবাল টিভি

মো.মনিরুল আলম, নারায়ণগঞ্জ : বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মসূচী ঘিরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। আগামি ১১ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থার আওতায় ৩৫টি রাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অংশগ্রহণে স্বাস্থ্য বিষয়ক কর্মসূচির ভেনু নির্বাচন ও কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী। 

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী,  স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভী ফেরদৌস, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভুইয়া প্রমুখ। 

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারী হাসপাতাল উপজেলা পর্যায়ে সাপের বিষ নিধনে এন্টিভেনম রয়েছে। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেও আছে । রূপগঞ্জের এ স্বাস্থ্য কমপ্লেক্সেকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের কাজ শুরু করা হবে।