ছবি: গ্লোবাল টিভি
নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : হালদা নদীতে একের পর এক মৃত মাছ ভেসে উঠছে। রবিবার নদীর রাউজান অংশের আজিমের ঘাট পয়েন্টে ব্লকে আটকে থাকা ২০ কেজি ওজনের একটি মৃত কাতল মাছ উদ্ধার করে রোসাংগীর আলম নামের স্থানীয় এক যুবক। মাছটির শরীরে আঘাতের চিহ্ন ছিল। উদ্ধারের পর স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দীন আরিফ ও উপজেলা মৎস্য সস্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয়দের সহায়তায় মাছটি মাটিচাপা দেন।
গত ২৫ জুন নদীর হাটহাজারী অংশের গড়দুয়ারা এলাকা থেকে ৮৮ কেজি ওজনের গাঙেয় ডলফিন উদ্ধার করে স্থানীয়রা। এর একদিন পর ২৬ জুন রাউজানের উরকিরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাকর আলী চৌধুরী ঘাট এলাকা থেকে একটি মৃত রুই উদ্ধার করা হয়। ২৮ জুন শুক্রবার হালদা নদীর হাটহাজারী উপজেলার কুমারখালি খালের অংশে ১৬ ও ১০ কেজি ওজনের দুটি মৃত কাতল মা-মাছ উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, নদীর বিভিন্ন শাখাখাল থেকে বর্জ্য হালদা নদীতে পড়ছে। যার প্রভাবে নদীতে সাম্প্রতিক সময়ে ডলফিন ও মা মাছের মৃত্যু বাড়ছে। যা নদীর জীববৈচিত্র্য রক্ষায় বড় হুমকির কারণ হয়ে উঠেছে।