ছবি: গ্লোবাল টিভি
শাহরিয়ার হাসান : সম্প্রতি ওপার বাংলার ‘প্রিয়তমা’খ্যাত গুণী সংগীত পরিচালক ও সঙ্গীত শিল্পী আকাশ সেনের সঙ্গে এপার বাংলার সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কাকলী বৈশাখকে এবং ঈদ কেন্দ্র করে দ্বৈত গান কলকাতার একটি স্টুডিওতে রেকডিং হয়েছে। গানটির গীতিকার আলামীন ইসলাম এবং ভিডিও পরিচালনায় ছিলেন প্রসেনজিৎ দাস। কলকাতার জে ডি প্রোডাকশনের প্রযোজনায় ও জ্যোতি মিউজিকের ইউটিউব চ্যানেল এ গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। গানটির সংগীত পরিচালনা করেন বাংলাদেশের সাজেদুর শাহেদ।
এছাড়াও সংগীত পরিচালনা করেছেন শাহেদের সম্প্রতি আলোচিত ‘তোকে ছাড়া’ শিরোনামে একটি রোমান্টিক গান। এটি ওপার বাংলায় বেশ শ্রোতাপ্রিয় হতে চলেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন ওপার বাংলার বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার গোপিকা গোস্বামী এবং বাংলাদেশের রনি। এই গানটিও জ্যোতি মিউজিক বাংলা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি লেখেন এপার বাংলার জুয়েল মল্লিক। গানটিতে অভিনয় করেছেন অভিষেক রঞ্জন ও এন সি মল্লিক। ভিডিও পরিচালনায় ছিলেন অভি বন্দোপাধ্যায়। গানটি অডিও ভিডিও প্লাটফর্ম এ বেশ সাড়া ফেলেছে।
এ প্রসঙ্গে সংগীত পরিচালক সাজেদুর শাহেদ বলেন, ছোটবেলা থেকেই লক্ষ্য ছিলো বাংলাদেশের পাশাপাশি ভারত কিংবা আন্তর্জাতিক বাজারে সংগীত নিয়ে কাজ করার। সেই লক্ষ্য পূরণেই দেশীয় সংগীতের পাশাপাশি ওপার বাংলার সংগীতেও কাজ করা হচ্ছে। শ্রোতাদের সাড়া পেলে আরো ভালো কাজ করার ইচ্ছে রয়েছে।
বাংলাদেশে ইতিমধ্যে পঞ্চাশটি এবং ওপার বাংলায় বিশটিরও বেশিগানের সঙ্গীত পরিচালনা করেন সাজেদুর শাহেদ।